খেলা স্লাইড
নিজেকে নিয়েই ভাবছেন রাব্বি
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ ফজলে রাব্বি। প্রথমবার জাতীয় দলে তার ডাক পাওয়া। কোনো দল সম্পর্কে কেনো ধারণাও নেই। যার জন্য আপাতত প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজের খেলা নিয়েই ভাবছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে রাব্বি বলেন,‘আমার একদমই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। আমি জানি না জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা অন্য কোন দলের সঙ্গে খেলছি। আমি আমার মতই খেলব, যদি সুযোগ পাই। আমি কার সাথে খেলছি এটা বড় না। কি খেলছি এটাই বড়।’
মূলত সাকিবের রোল পূরণ করতেই ডাকা হয়েছে রাব্বিকে। কারণ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে দক্ষ তিনি। তবে নিজেকে সাকিবের বদলি হিসেবে ভাবছেন না রাব্বি। নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটা দিয়েই দলে ভূমিকা রাখতে চেষ্টা করবেন।
এই প্রসঙ্গ টেনে রাব্বি বলেন,‘রোলটা ঠিক আছে। কিন্তু সাকিব ভাই এর জায়গা তো আর কারও পক্ষে নেওয়া সম্ভব না। আমি মূলত ব্যাটিং প্রধান অলরাউন্ডার। ব্যাটিংটা করতে ভালোবাসি। পাশাপাশি আমি দলের প্রয়োজনে বোলিং করতে পারি। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই রোলটা পালন করার চেষ্টা করব। তবে সাকিব ভাই এর জায়গা নেয়া না, আমি যেটা পারি সেটাই করার চেষ্টা করব।’
১৪ বছর পর জাতীয় দলে ডাক পাওয়া। অবশ্য গত কয়েকমাস ধরে ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাব্বির পারফরম্যান্সে ডাক পাওয়াটা বিস্ময়রকর নয়। তবে বয়স ৩০ পেরিয়ে গেছে বলেই তার সুযোগ পাওয়া অবাক করেছে অনেককে। বাংলাদেশের বাস্তবতায় এই বয়সে প্রথমবার ডাক পাওয়া ভীষণ বিরল। তবুও নিজে পারফর্ম দেখিয়েই জায়গা করে নিয়েছেন রাব্বি।
এত বছরের ক্যারিয়ারের বিভিন্ন ধাপের প্রসঙ্গে কথা উঠলে রাব্বি বলেন, আসলে খেলতে খেলতে হয় না এমন, আমি সামনেও যাচ্ছি না। আমার পড়াশোনাও শেষ হয়ে যাচ্ছে। আমি ওই চিন্তা করেছি, অন্য কোন পেশায় যাওয়া যায় কিনা। সেই সময় চিন্তা করেছিলাম খেলা ছাড়ার। কিন্তু কিছুদিন চাকরি করার পর আমি আমার মনকে সায় দিতে পারলাম না। আমার মনে হল, আমি খেলা ছাড়া থাকতে পারব না। তারপর আবার চলে আসলাম, আবার খেলায় মন দিলাম। ওই বছর আমি আমার বন্ধুদের বলেছিলাম, আমি খেলব না। এরপর একদম খোলা মনে যখন খেলতে গিয়েছিলাম, তখন আমার মনে কোন চাপ ছিল না। শেষ পর্যন্ত পারফর্ম ভাল হয়েছে। এরপর থেকেই আসলে পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে। বুঝেছি চাপ ছাড়া খেললে ভাল খেলত পারব।’