পটুয়াখালী
পটুয়াখালীতে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক
পটুয়াখালীর দুমকি থেকে ৪৯১ বোতল ফেন্সিডিলসহ মোঃ আক্তার উজ্জামান (৩৪) ও মোঃ আতিয়ার রহমান (৩৫) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার রাত ৩টার দিকে বরিশাল টু পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ফেরিঘাটের উত্তর পার্শ্বে গোপনীয় ভাবে অবস্থান করে বর্ণিত পিকআপের দিকে নজর রাখে। পরে ট্রাক কাছাকাছি আসা মাত্র বাঁশি ও লাইটের মাধ্যমে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং ট্রাকের ভিতর থেকে তাদের আটক করে।
মোঃ আক্তার উজ্জামান কলারোয়া থানার ব্রাজবাকসা এলাকার মৃত ওমর আলী বিশ্বাসের ছেলে এবং আতিয়ার রহমান ট্রাকটির চালক ও একই থানার রঘুনাথপুর এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ডিএডি মোঃ আরফান আলী বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন ।