বরগুনা
পাথরঘাটায় স্কুলের বারান্দা থেকে ১৮টি ল্যাপটপ উদ্ধার
বরগুনার পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে কার্টুন ভর্তি ১৮ টি ল্যাপটপ উদ্ধার হয়েছে। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সিকদার ল্যাপটপ উদ্ধার হওয়া তথ্য নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া ল্যাপটপগুলো ঐ স্কুল থেকে চুরি হওয়া ল্যাপটপ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্কুল সুত্র জানান, ২১ এপ্রিল রবিবার সকাল ৮টার দিকে চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. সগির হোসেন স্কুলে আসলে স্কুলের বারান্দার পূর্বদিকে দুটি কার্টুন দেখে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলমকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিক ভাবে প্রধান শিক্ষক নুরুল আলম বিষয়টি পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ হানিফ সিকদারকে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে কার্টুন খুলে ভিতর থেকে ১৮ টি ল্যাপটপ উদ্ধার করে।
এর আগে গত ৯ মার্চ ঐ বিদ্যালয় থেকে ২০ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। একইদিন রাতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশ স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রহিম বিএসসি পাথরঘাটা থানায় একটি চুরির মামলা দাযয়ের করেন। মামলার বাদী শিক্ষক আব্দুর রহিম জানান মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। চুরির ঘটনায় ঐ স্কুলের একাধিক শিক্ষক ও কর্মচারীদের থানার নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যেই কে বা কাহারা স্কুলের বারান্দায় ১৮ টি ল্যাপটপ রেখে গেছেন তা এখনো স্পষ্ট জানা যায়নি।
উদ্ধার হওয়া ল্যাপটপগুলো পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ কিনা তা তদন্তের জন্য ল্যাপটপ গুলো থানার নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি হানিফ সিকদার।