পিরোজপুর
পিরোজপুরে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা, যুবক আটক
পিরোজপুরের ইন্দুরকানীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বালিপাড়া এ ঘটনা ঘটে। আটক ওই ব্যক্তি বালিপাড়া গ্রামের নেছাহার সেপাইর ছেলে শাজাহন সেপাই ওরফে টেরা শাজাহান। এ ঘটনায় শিশুটির বাবা সোমবার ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার করেছেন।
শাহজাহানকে ওই মামলায় আটক দেখিয়ে সোমবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে স্থানীয় বালিপাড়া বাজারে ওই শিশুটি তার বাবার সাথে লবণ কিনতে বাজারে যায়। বাবা আবুল হাসেম লবণ কিনে মেয়ের কাছে দিয়ে একা বাড়ি পাঠিয়ে দেয়। পথে চার সন্তানের জনক টেরা শাজাহান ওই শিশুটিকে চানাচুর কিনে দেয়ার কথা বলে পাশের একটি খালিবাড়িতে (মজিদ মিস্ত্রীর বাড়ি) রান্না ঘরে নিয়ে জোর করে তার পাজামা খোলার চেষ্টা করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় শিশুটি চিৎকার শুরু করলে শাজাহান পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মা ছালহা বেগমের কাছে খুলে বললে শিশুটির বাবা আবুল হাসেম থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রবিবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে টেরা শাজাহানকে গ্রেপ্তার করে। ইন্দুকানী থানার ওসি নাছির উদ্দিন জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে টেরা শাহজাহানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা সোমবার ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। শাহজাহানকে আটক দেখিয়ে সোমবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।