পিরোজপুর
পিরোজপুর হাসপাতালে ভেষজ বাগানের বরাদ্দ লোপাট
পিরোজপুর সদর হাসপাতালের সরকারি বার্ষিক বরাদ্দের যথাযথ স্বচ্ছ ব্যয় নিয়ে অসন্তোষ এবং হাসপাতালের একজন কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রচার পত্র বিলিসহ নানা অভিযোগ ওঠায় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মচারিদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়, জেলার সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সীমানায় নির্দিষ্ট বেষ্টনীর মধ্যে বিভিন্ন জাতের ঔষধি বৃক্ষ (ভেষজ বাগান) সৃজনের লক্ষে সরকার প্রতি বছর অর্থ বরাদ্দ দিয়ে থাকেন।
কেবলমাত্র জেলার সদর হাসপাতালের জন্যই বার্ষিক বরাদ্দ দেয়া হয়ে থাকে ৩৫ হাজার টাকা। কিন্তু প্রতিবছর ওই টাকা ব্যায় না করে পুরোটাই হাওয়া হয়ে যাচ্ছে বলে প্রচার পত্রে অভিযোগ আনেন ভ ূক্তভোগী কর্মচারীরা।
মঙ্গলবার সরেজমিনে জেলা সদর হাসপাতালের অভ্যন্তরে ক্ষুদ্রাকৃতির ভেষজ বাগানে গিয়ে দেখা গেছে চলতি অর্থ বছরসহ (২০১৮-১৯) বিগত ১২/১৪ বছরে কোন ভেষজ বৃক্ষই সেখানে সৃজন করা হয়নি।
বাগানে দৃশ্যমান মোটাকৃতির কয়েকটি বৃক্ষের মধ্যে নিম, অর্জুন, বহেরা, রক্ত কাঞ্চন, মেহেদী, নিসিন্দা ও আমলকি বৃক্ষ রয়েছে, যেগুলোর বয়স প্রায় ১২/১৪ বছর। এর আগে ওই ভেষজ বাগানে নতুন কোন বৃক্ষই সৃজন করার প্রমান মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মচারী ক্ষোভের সঙ্গে যুগান্তরকে বলেন, ভেষজ বাগানের জন্য বার্ষিক বরাদ্দের পুরোটাই কর্মকর্তা-কর্মচারী মিলে লুটেপুটে খেয়ে নিচ্ছে, জবাবদিহীতার যেন কেউ নেই।
অক্টোবর মাসে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ভেষজ বাগান ও বাগানের বার্ষিক বরাদ্দের বিষয়ের সত্যতা জানতে চাওয়া হলে উত্তরে সিভিল সার্জন ডা. ফারুক আলম বলেন, হাসপাতালের অভ্যন্তরে একটি ভেষজ বাগান রয়েছে।
কিন্তু বাস্তবে সেখানে চলতি বছরসহ প্রতিবছর নতুন নতুন বৃক্ষ সৃজনের যে কথা রয়েছে তার কোন অস্তি¡ত্তই খুঁজে পাওয়া যায়নি। ফলে হাসপাতালের কর্মচারীদের প্রশ্ন প্রতি বছরের বরাদ্দকৃত ৩৫ হাজার টাকা যায় কোথায়?