জাতীয়
প্রত্যেক প্রতিবন্ধী ভাতা পাবে: প্রধানমন্ত্রী
আগামী বাজেটে দেশের ১৪ লাখ প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অটিজমে আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয়। প্রত্যেক প্রতিবন্ধী ভাতা পাবে।’
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ এর উদ্বোধন করেন।
সরকার প্রধান বলেন, ‘আগামী বাজেটে দেশের ১৪ লাখ প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হবে। প্রতিটি বিভাগে অটিজম পরিচর্যা কেন্দ্র করা হবে।’
বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, বিশেষ শিক্ষাকেন্দ্র, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।