আইন-আদালত
ফেন্সিডিল বিক্রির দায়ে দুইজনের ৫ বছর কারাদন্ড
মাদক বিক্রির অপরাধে দুই ফেন্সিডিল বিক্রেতাকে ৫ বছর করে সাজা দিয়েছে আদালত। গতকাল ১ম অতিরিক্ত জেলা জজ সুদীপ্ত দাস বিচারাধীন আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মরহুম সাত্তার মাস্টারের ছেলে নাসির উদ্দিন ওরফে ডালাস নাসির ও সুশীল দাসের ছেলে সুমন দাস। রায় ঘোষনার সময় সুমন আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর এসআই বিকাশ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রুপাতলী গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সামনে অভিযান চালায়।সন্দেহভাজন ভাবে ভ্যান গাড়ি নিয়ে আসলে থামিয়ে তাদেরকে আটক করে।তল্লাশি চালিয়ে ভ্যানগাড়ির কাঠের মধ্যে অভিনব পন্থায় রাখা ১শ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এতে বিকাশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে।
১৯ দিন তদন্ত করে সত্যতা পেয়ে থানাপুলিশের এসআই হাবিবুর রহমান আসামীদের বিরুদ্ধে চার্জশীট দেন। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহন শেষে অপরাধ প্রমাণ পেলে দুইজনের প্রত্যেককে ৪ বছর করে সশ্রম কারাদন্ডসহ ৪ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো একবছর করে বিনাশ্রম মোট ৫ বছর করে কারাদন্ড দেন।রায় শেষে সুমনকে সাজাভোগে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং নাসির পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।