Scroll
বরগুনার বিভিন্ন সংগঠনের ভাষা ;দিবস পালিত
রেজাউল ইসলাম টিটু
একুশের প্রফম প্রহরে বরগুনার শতাধিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনারে। বরগুনায় ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃ ভাষা দিবসে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত-১২ টা১ মিনিটি রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। জেলা প্রশাসকের পরে পুলিশ সুপার,মুক্তিযোদ্ধা, পৌরসভা, সিভিল সার্জন, এলজিইডি, প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু পরিষদসহ সরকারী-বে-সরকারী প্রতিস্টান, পেশাজীবী, উন্নয়ন সহযোগি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই শহীদ মিনার প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত শ্রদ্বা নিবেদন চললেও সরকারী নির্দেশনা ৫জনের অধিক শহীদ মিনারে শ্রদ্বা জানাতে যেতে হবে স্বাস্থ্যবিধি মেনে তা,উপেক্ষা করেই চলে শ্রদ্বা নিবেদন।
জেলার ৫টি উপজেলায়ও ভাষা শহীদের প্রতি শ্রদ্বা জানান,উপজেলা প্রশাসনসহ,রাজনৈতিক, সামাজিক প্রতিস্টান, জনপ্রতিধিরা শ্রদ্বা নিবেদন করেন।২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা উপজেলা পর্যায়ে, সরকারী-বে-সরকারী প্রতিস্টানে পরিস্কার, পরিচ্ছন্নতা অভিযান,রচনা,আবৃতি, দেশাত্মবোধক সংগীত, আলোচনা সভা ও কোরআনখানির আয়োজন করা হয়েছে।