বরগুনা
বরগুনায় আসছেন এরশাদ
বরগুনার বেতাগীতে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদ । সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওয়ানা হয়ে বেতাগী বালুর মাঠে অবতরণ করবেন।
সেখান থেকে মুন গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমানের গ্রামের বাড়ী বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের গ্রামর্দ্দনে তার বাসভবন প্রাঙ্গনে মিলাদ মাহফিলে অংশগ্রহন করবেন। সেখানে দুপুরের খাবারের পর ২ টার সময় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
এরশাদের সফর উপলক্ষে জেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসব বিরাজ করছে। এরশাদের সাথে জাতিয় পার্টির মহাসচিব আলহাজ্ব রুহুল আমিন হাওলাদারসহ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জেলা জাতীয় পার্টির সভাপতি হানিফ মাতুব্বর জানান।