বরগুনা
বরগুনায় ৫দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু
বরগুনায় ১৪২৬ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৫দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। শিমুলতলায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেলা বাস্তবায়ন কমিটি ঐতিহ্যবাহী এ মেলার অয়োজন করে।
আজ রবিবার বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ জাহাঙ্গির কবিরসহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতি সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ, সূর্যোদয়ের পরে বাঙালিভোজ, মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, আবৃতি, হা-ডু-ডু, বৌচি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুর্শিদী, মারফতি, ভাওয়াইয়াহয়লা গান, নীলনৃত্য, গুল প্রতিযোগিতা বাঁশী বাজানো, লালন গীতি, হাছন রাজার গান, পল্লীগীতি, লোক সঙ্গীত, ঘুড়ি উড়ানো, পুথি পাঠ, কৌতুকাভিনয়, স্বরচিত কবিতা আবৃত্তি, কবি গান, তৈলাক্ত কলাগাছে উঠা ও দাঁড়িয়াবাঁধা, বাউল গান ও বরগুনার আঞ্চলিক গানের প্রতিযোগিতা।
মেলায় দেড় শতাধিক স্টল অংশ গ্রহণ করেছে।