আইন-আদালত
বরিশালের দুই নদীর ১১ জেলেকে জেল-জরিমানা
বরিশাল সদর এলাকার কীর্তনখোলা এবং আরিয়াল খা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ১৬ অক্টোবর এই সাজা প্রদান করা হয়।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫/১ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ জন জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ জন জেলেকে তাদের বয়স এবং অপরাধ বিবেচনা করে ২ হাজার টাকা করে জরিমানানা প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন প্রশাসকের বরিশাল কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির। একবছর সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ লিটন (২৪), মোঃ নাছির মোল্লা (২৬), মোঃ শাহাদাত হাং (২২), মোঃ দুলাল মাতুব্বর (৬০), মোঃ আলাল সিকদার (২৫), মোঃ মনির হাওলাদার (২৫)।
দুই হাজার টাকা জরিবানার সাজাপ্রাপ্তরা হলেন মোঃ জসিম, মোঃ শাহিন, মিন্টু, সজিব, আরিফ।