বরিশাল
বরিশালের ১১ উপজেলায় ভোটার হালনাগাদ কর্মসূচীর উদ্বোধন
বিভাগীয় শহর বরিশালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (বিপিএম বার,পিপিএম), নির্বাচন কমিশন সচিবলায়ের যুগ্ম সচিব মোঃ আবুল কাসেম। সভাপতিত্ব করেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
২১ দিন হালনাগাত তথ্য সংগ্রহের পর এ অভিযান শেষ হবে ১৩ মে। আর ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম।
বরিশাল বিভাগের ৬ জেলার মোট ১১ উপজেলায় একযোগে শুরু হয়েছে এই কার্যক্রম। উপজেলাগুলো হলো, বরিশাল অঞ্চলের বরগুনা সদর, পটুয়াখালী সদর ও গলাচিপা, ভোলা সদর ও মনপুরা, বরিশাল সদর, আগৈলঝাড়া ও গৌরনদী, ঝালকাঠি সদর এবং পিরোজপুর সদর ও নেছারাবাদ।
এদিকে নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের হিজড়া পরিচয়েও ভোটার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এ রকম নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাদের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি, তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।