বরিশাল
বরিশালে ‘উপকূলীয় এলাকায় গবেষণা ও বিশ্লেষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
‘বাংলাদেশের উপকূলীয় এলাকায় দীর্ঘ মেয়াদী পর্যবেক্ষণ, গবেষণা এবং বিশ্লেষণ’ শীর্ষক সমীক্ষার উপর আঞ্চলিক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বরিশাল নগরীর বরিশাল ক্লাব লিমিটেডের হলরুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্পের (সিআইপি-১) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
পাউবো পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম।
কর্মশালায় সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সিআইপি প্রকল্পের টিমলিডার ও কনসালটেন্ট ড. রনজিৎ গালাপাত্তি।
অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন আইডব্লিউএম’র ড. মনোয়ার হোসেন, পাউবো’র যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, দক্ষিনাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. জুলফিকার আলী হাওলাদার।
কর্মশালায় উপকূলীয় বাঁধ প্রকল্পের বর্তমান চিত্র এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।