Scroll
বরিশালে কর্মহীনদের অনুদান প্রদান করেন জেলা প্রশাসক
বরিশালে করোনার সংক্রমনের প্রভাবে কর্মহীন ৫শ’ দোকান কর্মচারীকে ত্রান সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ সাংস্কৃতিক সংগঠন ও কর্মহীন শিল্পি এবং অস্বচ্ছল সাংস্কৃতিকসেবীদের মাসিক কল্যানভাতার ২৮ লাখ ৪৯ হাজার ৬শ’ টাকার চেক বিতরন তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
মঙ্গলবার বেলা ১২টার দিকে পৃথক অনুষ্ঠানে এই ত্রান ও অনুদানের চেক বিতরন করা হয়। বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয় হল রুমে করোনার প্রভাবে কর্মহীন নগরীর গীর্জা মহল্লার বিভিন্ন দোকানের ৫শ’ কর্মচারীকে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল ও ২ কেজি করে আলু ত্রান সহায়তা দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এদিকে বেলা সোয়া ১২টায় জেলা প্রশাসকের হলরুমে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ১২১জন কর্মহীন শিল্পিকে ১৮ লাখ ৯৯ হাজার ৬শ’ টাকার, ২৩টি সাংস্কৃতিক সংগঠনকে ৭ লাখ টাকা এবং ৫০ জন অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মীর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার সহ মোট ২৮ লাখ ৪৯ হাজার ৬শ’ টাকার চেক বিতরন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার ,জেলা কালচারাল অফিসার মাকসুদুর রহমান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস.এম ইকবাল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।