Scroll
বরিশালে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বরিশালের উন্নয়ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ৩ জানুয়ারি বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই কথা বলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন জসীম উদ্দীন হায়দার।
বরিশাল জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, বরিশালে রেল লাইন স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। বরিশালবাসী আগামী দিনগুলোতে এর সুফল ভোগ করবে। পদ্মা সেতু চালু হলে বরিশাল হবে দক্ষিণাঞ্চলের অন্যতম উন্নত সমৃদ্ধ শহর।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, এনডিসি মো. নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি এসএম ইকবাল ও সাবেক সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও পুলক চ্যাটার্জী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সহসভাপতি রাহাত খান এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।