Scroll
বরিশালে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত
নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ১ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হলো।
এছাড়া শুক্রবার (০৩ জুলাই) ৪৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৪৩৫ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এছাড়া মৃত্যুবরণকারী একব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসায়, এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৫ জনে গিয়ে দাড়িয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে বরিশাল জেলা পুলিশের ২ জন ও আরআরএফ এর ১ জন সদস্য এবং বরিশাল জেনারেল হাসপাতালের ২ জন নার্স ও ব্যাংকে কর্মরত ১ জন ব্যক্তি রয়েছেন। বাকীদের মধ্যে বরিশাল নগরের রুপাতলী, বিএম কলেজ প্রফেসর গলি, ফরেস্টার বাড়ি, ব্রাউন কম্পাউন্ড, বাংলাবাজার, হাসপাতাল রোড, ফিশারি রোড, নবগ্রাম রোড, বগুরা রোড, সিএন্ডবি রোড এলাকার মোট ১৫ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে বাবুগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার ৩৫ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। বরিশারের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫৬ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। উল্লেখ্য বরিশাল জেলায় মোটা আক্রান্তদের মধ্যে ৪৩৯ জন নারী ও ১ হাজার ২১৮ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৮১ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ১ হাজার ২৬৬ জন এবং পঞ্চাশোর্ধ ৩০৪ জন ব্যক্তি রয়েছেন।এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ১ হাজার ২৪৭ জন, সদর উপজেলায় ২৫ জন, বাবুগঞ্জে ৭৭ জন, উজিরপুরে ৬৮ জন, মেহেন্দীগঞ্জে ৩০ জন, বাকেরগঞ্জে ৪৮ জন, হিজলায় ১৯ জন, মুলাদীতে ৩৮ জন, বানারীপাড়ায় ৩৮ জন, আগৈলঝাড়ায় ১৮ জন এবং গৌরনদীতে ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়।
মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ২৫ জন মৃত্যুবরণ করেছেন, যারমধ্যে বরিশাল নগরে সর্বোচ্চ ৯ জন রয়েছেন।