Scroll
বরিশালে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বরিশালে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে ও বিষাক্ত দ্রব্য সেবন তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এদের মৃত্যু হয়।
মৃতদের মরেদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শনিবার (০৪ জুলাই) দুপুরে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
হাসপাতাল ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানাগেছে, মৃত তিনজনের মধ্যে বরিশাল নগরের ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনী এলাকার বাসিন্দা পলাশ হাজরা (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
অপরদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জহিরের মেয়ে মহিমা আক্তার (১৭) এবং বরিশাল সদরের নবগ্রাম রোড সরদার পাড়া এলাকার দুলাল হাওলাদারের ছেলে মোঃ রাব্বি (১৭) বিষাক্তদ্রব্য সেবনে মৃত্যুবরণ করেন। কোতোয়ালি মডেল থানার এসআই বশির আহম্মেদ, আরিফ হোসেন ও নিজাম মাহমুদ জানান, তিনজনের মৃত্যুর ঘটনায় ৩ ও ৪ জুলাই পৃথক তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।