Scroll
বরিশালে বিএনপির মানববন্ধন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে।
আজ সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডেস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ হাসান, যুগ্ম-সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, মহিলা দলের নেতা ফাতেমা-তুজ জোহরা মিতু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু এবং মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক।