Scroll
বরিশালে রেজাউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
বরিশালে গোয়েন্দা পুলিশের নির্যাতনে শিক্ষানবিস আইনজীবী রেজাউল করিমের মৃত্যু হয়েছে দাবি করে অভিযুক্ত পুলিশের ফাঁসি চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত রেজাউলের স্বজন এবং এলাকাবাসীর উদ্যোগে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বাসদ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরাএকাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহন করেন।
নিহত রেজাউলের বাবা ইউনুস মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউলের স্ত্রী মারুফা বেগম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং সোঁনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক নুরুল হক সহ অন্যান্যরা। বক্তারা রেজাউল করিম হত্যায় অভিযুক্ত গোয়েন্দা পুলিশ সদস্যদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।