বরিশাল
বরিশালে শ্রমশক্তি রপ্তানিতে ধ্বস
কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে বরিশাল থেকে বিদেশে শ্রমশক্তি রপ্তানীতে ধস নেমেছে। এমনটাই জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ২০১৭ অর্থ বছরে মোট ১০ হাজার লোক বিদেশ গেলেও বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক লোক বিদেশ যায়নি বলে জানিয়েছেন সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন আহমেদ।অফিস সূত্রে জানা গেছে বর্তমানে বরিশাল বিভাগের দুমকী উপজেলা থেকে সবচেয়ে কম লোক বিদেশে গেছে।
দুমকী উপজেলায় সর্বশেষ ২১৭ জন ও বরিশাল থেকে এখন পর্যন্ত বিদেশে রয়েছে ২০৯৩ জন। এর মধ্যে বরিশাল জেলায় রয়েছে ৭৮৪ জন, যার মধ্যে পুরুষ ৬৭৯ জন ও মহিলা ১০৫ জন। ভোলা জেলায় রয়েছে ৩৭১ জন যার মধ্যে ৩৩৬ জন পুরুষ ও ৩৫ জন মহিলা, পিরোজপুর জেলায় ৩২৫ জন যার মধ্যে পুরুষ ২৮৭ জন ও মহিলা ৩৮ জন। ঝালকাঠী জেলায় রয়েছে ২০০ জন যার মধ্যে পুরুষ ১৬৪ জন ও মহিলা ৩৬ জন। পটুয়াখালী জেলায় ১৮০ জন যার মধ্যে পুরুষ ১৩১ জন ও মহিলা ৫৯ জন। বরগুনা জেলায় ২৩৩ জন ও মহিলা ৫২ জন। সর্বমোট পুরুষ ১৭৭৮ জন ও মহিলা ৩১৫ জন।
২০০৮ সাল থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত প্রবাসে কাজে রয়েছেন ২ লক্ষ ৬৫ হাজার ৫৯২ জন। এদের মধ্যে ২ লাখ ১৫ হাজার ৬৩৪ জন পুরুষ ও ৪৯ হাজার ৯৫৮ জন মহিলা। বিগত ১০ বছরে বরিশাল জেলা থেকে প্রবাসে রয়েছে ৮৭২৬৪ জন। যার মধ্যে পুরুষ ৬৯৭৪৩ জন ও মহিলা ১৭৫২১ জন। ভোলা জেলায় ৬১২৬৯ জন যার মধ্যে পুরুষ ৫৫৯১৮ জন ও মহিলা ৫৩৫১ জন, পটুয়াখালী জেলায় ২৬৬৮৪ জন যার মধ্যে পুরুষ ১৮১৮৯ জন ও মহিলা ৮৪৯৫ জন, বরগুনা জেলায় ২৮৭৯৩ জন যার মধ্যে পুরুষ ২০৭৫৫ জন ও মহিলা ৫০৩৮ জন, পিরোজপুর জেলায় রয়েছে ৩৭৫৮৫ জন যার মধ্যে পুুরুষ ৩১৮৮৫ জন ও মহিলা ৫৭০০ জন, ঝালকাঠী জেলায় রয়েছে ২৩৯৯৭ জন যার মধ্যে পুরুষ ১৯১৪৪ জন ও মহিলা ৪৮৫৩ জন। তবে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বিদেশ গমনেচ্ছুকদের আবেদনের ফিংগার প্রদানের সংখ্যা ১৮৫৮ টি।
পেন্ডিংকৃত আবেদনের সংখ্যা শূন্যের কোঠায়। তাছাড়া ২০১৭ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত সর্বমোট ফিংগার প্রদান করেছে ৬০৮১১ জন। একেএম সাহাবুদ্দীন সাক্ষাতে বলেন ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে জুলাই মাসে প্রবাসী পরিবারের সদস্যদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়া পাওনা বাবদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন অবৈধ বিদেশ গমন বা মানবপাচারের কোন তথ্য দপ্তরে পাওয়া যায়নি। বিদেশ থেকে প্রতারিত হয়ে দেশে ফিরে কেউ অভিযোগ দাখিল করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমনকি দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে চলছে। এছাড়া বিদেশে গমনেচ্ছুদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে আগামী উন্নয়ন মেলায় ৭/৮ টা স্টল বরাদ্দ করা হবে। তবে বিদেশে যাওয়ার সকল প্রক্রিয়া পূর্বের তুলনায় সহজ হলেও নারীদের অংশগ্রহণ এক্ষেত্রে খুবই কম। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায় ১০ বছরে নারীদের তুলনায় সাড়ে ৪ গুন পুরুষ প্রবাসে রয়েছেন। সম্প্রতি সৌদি আরবের সাথে গাড়ী চালক নেওয়ার বিষয় একটি চুক্তি হয়েছে। এক্ষেত্রে ১ লক্ষ গাড়ী চালক নিয়োগ দেয়া হবে। আগামী ১ বছরের মধ্য এসব নিয়োগ সম্পন্ন করা হবে।