বরিশাল
বরিশাল ডায়াবেটিক হাসপাতালের রিসিপশনিস্ট ইয়াবাসহ আটক
বরিশাল ডায়াবেটিক হাসপাতাল থেকে ইয়াবা সহ রিসিপশনিস্টকে (অভ্যর্থনাকারী) আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা।
সোমবার দুপুর ১টার দিকে নগরীর বান্দ রোডে ডায়াবেটিক সমিতি পরিচালিত এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের রিসিপশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজ্জাদ হোসেন সুমন নগরীর ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা এলাকার বাসিন্দা বাবুলের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শামীম জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক হাসপাতালে রিসিপশনিষ্ট এর চাকুরীর আড়ালে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলো সাজ্জাদ হোসেন সুমন।
এসআই শামীম বলেন, দীর্ঘ দিন ধরেই সুমনকে আটকের চেষ্টা করে আসছিলেন তারা। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডায়াবেটিক হাসপাতালে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে ইয়াবা সহ আটক করা হয়।