বরিশাল
বরিশাল শিল্পমঞ্চের সভাপতি শাহিন, সম্পাদক কিশোর
বরিশাল শিল্পমঞ্চের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর শের-ই-বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।
উপস্থিত ছিলেন গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম তাইজুল ইসলাম, শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল খালেক বিশ্বাস কায়সার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর প্রমূখ।
দিনব্যাপী সম্মেলনে আগামী একবছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক কিশোর কুমার বালা, সাংগঠনিক সম্পাদক মার্জিয়া জাহান এনি নির্বাচিত হন।