বরিশাল
বরিশাল-৪ আসনে বিজয়ী নৌকার পঙ্কজ নাথ
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পঙ্কজ নাথ।
তিনি পেয়েছেন ২ লাখ ৪০ হাজার ৩৫০ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নূরুর রহমান জাহাঙ্গীর পেয়েছেন ৯ হাজার ১৯ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ নূরুল করীম পেয়েছেন ৭ হাজার ৮৯৪ ভোট।
বরিশাল-৪ আসনে দুপুরের মধ্যে ঐক্যফ্রন্ট প্রার্থীসহ ইসলামী আন্দোলন ও খেলাফত আন্দোলনের প্রার্থী নানান অভিযোগে নির্বাচনী মাঠ ত্যাগ করেন।
পঙ্কজ নাথ এ আসনের বর্তমান সাংসদ ছিলেন। এবার তিনি দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন।