বরিশাল
বরিশাল-৫ : পাঁচজনের সাথে যুদ্ধ করছে সরোয়ার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালেও বসে নেই বিএনপি। কেন্দ্রীয়ভাবে দাবী দাওয়া নিয়ে কথা বললেও দলকে সংগঠিত করতে নেমে পড়েছেন নেতা কর্মীরা। সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে ইতিমধ্যেই বিএনপির ৭ জন নেতা মনোয়নপত্র কিনে ফেলেছেন। এদের মধ্যে দলকে একজনকে মনোনয়ন দেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার জন্য। কে পাবেন দলীয় টিকেট তা এখনো স্পষ্ট নয়।
তবে ইতিমধ্যে যারা মনোনয়নপত্র ক্রয় করেছেন তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক হুইপ, একাধিকার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মেয়র, বরিশাল মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান সরোয়ার। বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আফরোজা খানম নাসরিন, বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু ও চরমোনাই পীরের পুত্র কাওছার মোঃ এসাহাকও বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র কিনেছেন।
তবে এ ৭ জনের মধ্যে ডামি প্রার্থী রয়েছেন ৫ জন। বাকী দুজনের মধ্যে দলীয় মনোনয়ন একজন পেতে পারেন। তাদের মধ্যে এ্যাডঃ মজিবর রহমান সরোয়ারের পাল¬াই বেশী ভারী। বরিশাল ৫ আসনের নেতা-কর্মীদের মতামত হচ্ছে নতুন কাউকে মনোনয়ন দিলে দলের শক্তি আরো বাড়বে। তবে বিতর্কিত কাউকে না দিলেই বেশী ভাল হবে। তাদের মতে এই ৫ আসন হচ্ছে বিএনপির ঘাঁটি। তবে দীর্ঘদিন পর্যন্ত দলটি আগোছালো অবস্থায় থাকায় কিছুটা সমস্যা হতে পারে।
যে কয়জন দলের মনোয়ন চেয়েছেন, এদের মধ্যে চান-শিরিনের তেমন কোন দুর্নাম নেই। ছাত্রদলের সংগঠন নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে কমিটি গঠন নিয়ে। আর এ জন্য সব দোষ সরোয়ারকে দেয়া হয়েছে। এ নিয়ে এই নগরীতে হাতাহাতি, মারামারি পর্যন্ত হয়েছে। এ জন্যে তৃনমূলের বিরোধটি এখনও অব্যাহত রয়েছে। সাবেক সিটি মেয়র কামালকে নিয়েও নেতা-কর্মীদের আগের মত কোন আশা ভরসা করতে পারছেন না। এর কারণগুলোর মধ্যে রয়েছে তার শারিরীক অসুস্থতা পাশাপাশি সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকালে নগরবাসীর জন্য তিনি কিছুই করতে পারেননি।
এছাড়াও রয়েছে অর্থনৈতিক অনিয়মের দুর্নাম। এদিকে অন্যসব প্রার্থী দলীয় মনোনয়ন চাওয়ার চেষ্টা করছেন। তাদের প্রতি নেতাকর্মীদের কোন আস্থা নেই। সব মিলিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন সরোয়ার। দ্বিতীয় স্থানে চান ও তৃতীয় স্থানে শিরিন। বরিশাল ৫ আসনের দলীয় নেতাকর্মীদের এমনই তথ্য। তারপরেও সবাইকে নিয়ে দলকে গুছিয়ে নিতে পারলে এ আসনটি বিএনপি ফিরে পাওয়ার আশা করতে পারে।