বরিশাল
বাকেরগঞ্জে নৌকা প্রতীকে আ’লীগ মনোনীত প্রার্থী চেয়ে সংবাদ সম্মেলন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে বাকেরগঞ্জে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ে ঢাকাস্থ আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠী সংবাদ সম্মেলন করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আব্দুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসনে প্রায় ৭ লক্ষ মানুষের বসবাস। এ আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লক্ষাধিক। গত ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে আসনটি আওয়ামীলীগের হাতছাড়া হয়ে জাতীয় পার্টির দখলে চলে যায়।
সারা বাংলাদেশে বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও ঐতিহ্যবাহী আগাবাকেরের পূর্ণভূমি বাকেরগঞ্জ উপজেলাটি এখনও উন্নয়ন বঞ্চিত রয়েছে। বিগত সময়ে মহাজোটের টিকিটে জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার পত্মি বেগম নাসরিন জাহান রতনা এমপি নির্বাচিত হলেও আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীদের সাথে সু-সম্পর্ক না রাখা এবং এলাকায় তেমন কোন উন্নয়নমূলক কাজ না করায় জনগনের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ করলেও বাকেরগঞ্জ উপজেলায় উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি।
চলতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের টিকিটে বেগম নাসরনি জাহান রতনা অথবা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারকে মনোনয়ন দিলে ভরাডুবি ঘটবে।
তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে সংবাদ সম্মেলনে তারা বাকেরগঞ্জ থেকে যে কোন সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল অবঃ হাফিজ মল্লিক, সাবেক অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা ড. প্রফেসার দিপক কুমার দাস, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট রুহুল আমিন ঝন্টু, ঢাকাস্থ আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি লায়ন মোঃ হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সিকদার, সাংগঠনিক সম্পাদক এম আর জয় সিকদার প্রমুখ। সভা পরিচালনা করেন আঃ মোতালেব বাদশা ও উপস্থাপনা করেন মোঃ হাসান সিকদার।