Scroll
বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন : ছিনতাই হওয়া ট্রলার বিক্রি করতে গিয়ে আটক ৩
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে পিতা-পুত্রের লাশ উদ্ধারের ৫২ ঘন্টার মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময়ে ছিনতাই হওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। তবে আটককৃতরা হত্যাকান্ডে জড়িত কিনা তা যাছাই-বাছাই করার জন্য এখনই ঘাতক বলতে রাজি নন বাকেরগঞ্জ উপজেলার ওসি আবুল কালাম আজাদ। তিনি সন্ধ্যায় মুঠোফোনে জানিয়েছেন, খুনি গ্রেফতার হয়েছে তেমন প্রমাণ এখনো হাতে আসেনি। তবে ঘাতক গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় ছিনতাই হওয়া ট্রলার বিক্রি করতে যাওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জের বাসিন্দা অ্যাডভোকেট আল আমিন রিজভী জানিয়েছেন, ছিনতাই করা ট্রলার বিক্রির সময়ে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
আর যারা গ্রেফতার হয়েছেন তাদের সকলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। সে কারনে ধারনা করা হচ্ছে, আটককৃতরা হত্যাকান্ডে জড়িত থাকতে পারে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত হেলাল উদ্দিন (৫৫) ও তার পুত্র ইয়াসিন হাওলাদারকে (২০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাড়িতে শনিবার রাত ১২টায় দাফন করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পান্ডব নদীর চর থেকে পুত্রের গলাকাটা লাশ এবং পরদিন শনিবার নদী থেকে পিতার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়র থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।