বরিশাল
বাকেরগঞ্জে মহিলা আ’ লীগ নেত্রীকে কুপিয়ে জখম
বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের সভাপতিকে কুপিয়ে জখম করেছে রাজনৈতিক প্রতিপক্ষরা। মঙ্গলবার ইউনিয়নের চাটরা গ্রামে এই ঘটনা ঘটে। আহত মহিলা আওয়ামী লীগ দুধল ইউনিয়ন শাখার সভাপতি শেফালী বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শেফালী বেগমের ভাই বাদল খান জানান, রাজনৈতিক দ্বন্দের জের ধরে দীর্ঘদিন যাবৎ শেফালী বেগমের সাথে একই ইউনিয়নের রাজ্জাক খান গ্রুপের ঝামেলা ছিল। সর্বশেষ রাজ্জাক খান, নুরু খান, শাকির খান, হাবিব মোল্লা, রহিমা বেগম ও হনুফা বেগম একত্রিত হয়ে শেফালী বেগমের উপর হামলা চালায় এবং তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করে। হামলাকারীরাও নিজেদের আওয়ামী লীগ নেতা দাবী করেন।
তবে তাদের দলে কোনো পদ পদবী নেই বলে জানান বাদল খান। এই বিষয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি মো: মাসুদুজ্জামান জানান, এই বিষয়ে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।