বরিশাল
বানারীপাড়ায় নকলের দায়ে দু’শিক্ষার্থী বহিষ্কার
বানারীপাড়ায় জেএসসি পরীক্ষায় বালিকা বিদ্যালয় কেন্দ্রে নকল করার অপরাধে দু’জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
শনিবার পরীক্ষা চলাকালিন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লা সাদীদ ওই কেন্দ্র পরিদর্শন কালে নকল করার অপরাধে সরকারী বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট ও হাসিনা মোরশেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দু’ শিক্ষার্থীকে নকল করার অপরাধে বহিস্কার করেন।
ওই কেন্দ্রের সচিব বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট’র প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত এ বিষয়টি নিশ্চিৎ করেন।