বরগুনা
বামনায় গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ সভা
বরগুনার বামনায় উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(০৭ নভেম্বর) সকালে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার।
সভায় বক্তব্য দেন, গ্রাম আদালত বরগুনা জেলা ফেসিলেটেটর কমল ব্যানার্জি, জেলা সমন্বয়কারী অক্ষয় কুমার সরকার, বামনা উপজেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন, বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল প্রমূখ।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও কিভাবে গ্রাম আদালত পরিচালিত হয় সে বিষয়ের উপর আলোচনা করেণ।