রাজনীতি
বিএনপির ৭ নেতার জামিন
হাইকোর্টের সামনের সড়কে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের মামলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ ৭ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জামিন পাওয়া বাকি ছয়জন হলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাত, মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া, মো. রিয়াজ ও সৈয়দ আহমেদ।
এদিন আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা চলে যাওয়ার সময় রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক মতিউর রহমান মামলাটি দায়ের করেন।