রাজনীতি
বিএনপি-জামায়াতের ভুলেই রাজনীতি ‘বিরোধীদল শূন্য’: নাসিম
যেভাবেই হোক, যে কারণেই হোক বাংলাদেশে রাজনীতি ‘বিরোধী দল শূন্য’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে এজন্য সরকার দায়ী নয় বলেও মনে করেন তিনি।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা পরিষদের ৬০তম মাসিক সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের ভুলের কারণে রাজনীতিতে বিরোধী দল শূন্য অবস্থার সৃষ্টি হয়েছে। এখনও তারা ক্রমাগত ভুল করছে। একের পর এক ভুল করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘একবার ২০১৪ সালে নির্বাচন না করে ভুল করেছে, এবার নির্বাচনে দাঁড়িয়েও শপথ না নিয়ে ভুল করছে বিএনপি। আজকে মাঠে যদি প্রতিদ্বন্দ্বীরা দুর্বল হয় সে খেলায় কিন্তু কারও জেতা ঠেকাতে পারবে না।’
বিএনপি নেতাদের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘আপনাদের নেত্রী জেলে আছেন এক বছরের উপরে। দুর্ভাগ্য আপনাদের। আপনাদের নেত্রীকে জেলে রেখে আপনারা এক মিলাদ ছাড়া আর ঘরে বসে অনশন ছাড়া আপনাদের সামনে আর কোনও কর্মসূচি নাই। আমাদের নেত্রী যদি এতদিন জেলে থাকতো তাহলে বাংলাদেশে আন্দোলনের আগুন জ্বলতো।’
কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে সমন্বয় সভায় জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয়, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ।