বরিশাল
বিএনপি নেতা সালেহ্ আহম্মেদের স্মরণসভা অনুষ্ঠিত
বরিশাল জেলা বিএনপি উপদেষ্টা ও সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপি প্রতিষ্ঠাতকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.এইচ. এম সালেহ্ আহম্মেদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ আগস্ট) অশ্বিনী কুমার হলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, মহানগর বিএনপি উপদেষ্টা বীর মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ, মহানগর সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, আলমগীর হোসেন আলম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, মহানগর বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, এ্যাড.আঃ মন্নান, মহানগর যুবদল নেতা সাজ্জাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু ও জাহিদুল ইসলাম সমির।
এসময় মরহুম সালেহ্ আহম্মেদের বড় সন্তান বাপ্পি উপস্থিত থেকে দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন। পড়ে সালেহ্ আহম্মেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।