বরিশাল
বিএনপি প্রার্থী স্বপনের বাড়ি থেকে ১৯ নেতাকর্মী আটক
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী জহিরউদ্দিন স্বপনের বাড়ি থেকে ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির আশঙ্কায় শুক্রবার ভোরে গৌরনদী উপজেলার শরিকল গ্রামের স্বপনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির সাজ্জাত হান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ্, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদুল আলম মিলন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাশেদ মৃধা, নলচিড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, উপজেলা যুবদলের নেতা মুসা বিন সাঈদ, মো. মোয়াজ্জেম, উপজেলা ছাত্রদল নেতা সোহেল, হান্নান শরীফসহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মী।
বরিশাল জেলা (উত্তর) বিএনপির মহিলা দলের সভানেত্রী ও গৌরনদী বন্দরের বাসিন্দা তাসলিমা পারভিন জানান, সরকারি দলের ইঙ্গিতে নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা যেন মাঠে থাকতে না পারে সে জন্য গণগ্রেফতার চলছে। ভোটের দিন ক্ষমতাসীন দল ফাঁকা মাঠে গোল দিতে চায়। এ কারণে কোনো মামলা ছাড়াই পুলিশ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে।
গৌরনদী মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি এম. জহিরউদ্দিন স্বপনের শরিকলের বাড়িতে বিএনপির বহিরাগত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার ভোরে সেখানে অভিযান চালিয়ে বিএনপির বহিরাগত ১৯ নেতাকর্মীকে আটক করেছে। এ সময় ধানের শীর্ষের প্রাথী স্বপন তার শরিকলের বাড়িতেই ছিলেন।