Scroll
বিচ্ছেদের চার বছর পর ফের একসাথে ‘ব্র্যাঞ্জেলিনা’
একসময় তারা ছিলেন বিশ্বের সবচেয়ে আলোচিত জুটি। দীর্ঘদিন প্রেমের পর একসাথে বেঁধেছিলেন ঘর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই ২০১৬ সালেই “দু‘জনার দু’টি পথ দু’টি দিকে গেছে বেঁকে”। বলা হচ্ছে হলিউডের সাবেক তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি’র কথা। একসাথে এই যুগলের নাম ‘ব্র্যাঞ্জেলিনা’ হিসেবেও উচ্চারিত হতো বিশ্ব মিডিয়ায়।
কিন্তু তাদের বিচ্ছেদেরও চার বছর হতে চললো। এর মধ্যে আর তাদের একসাথে দেখা যায়নি। এবার পিটকে দেখা গেলো সাবেক স্ত্রী জোলির বাড়িতে। মার্কিন গণমাধ্যমের তথ্যানুযায়ী, গত ৩০ জুন, মঙ্গলবার জোলির বাড়িতে যান পিট। যমজ দুই সন্তানের আসন্ন জন্মদিনই নাকি তাদের একত্রিত হওয়ার কারণ।
লস অ্যাঞ্জেলেসে জোলির বাড়ি থেকে পিটের বাড়ি মাত্র দশ মিনিটের পথ। কিন্তু এই দশ মিনিটের দূরত্ব ঘোচাতেই লাগলো চার-চারটি বছর। মঙ্গলবার তারা প্রায় দুই ঘণ্টা একসঙ্গে সময় কাটিয়েছেন।
গত বছর নভেম্বরে জোলি জানিয়েছিলেন, সন্তানদের বয়স ১৮ বছর হওয়ার পর তিনি বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে নেয়া দত্তক সন্তানসহ এই দম্পতির ঘরে এখন ছয় সন্তান। তাদের যমজ দুই সন্তানের জন্মদিন আর দুই সপ্তাহ পরই। সন্তানদের জন্মদিন উদযাপন সামনে রেখেই নাকি চার বছরের বরফ গলিয়ে ফের একসাথে হয়েছেন ‘ব্র্যাঞ্জেলিনা’।