পটুয়াখালী
বিভেদ ভুলে নৌকার প্রচারণায় মাঠে নামলেন বাউফলের মেয়র জুয়েল
অভ্যন্তরীণ বিভেদ ভুলে পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সরকার দলীয় চিফ হুইপ আ.স.ম ফিরোজের পক্ষে প্রচারণায় নেমেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক।
আজ শুক্রবার বিকেলে পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় আ.স.ম ফিরোজের পক্ষে সভা করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কুন্ডুপট্রি এলাকায় পৌরসভা শাখা আওয়ামী লীগের কার্যালয়ে সভা করেন এবং সভা শেষে বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময়ে সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত প্রচারপত্র বিতরণ করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। পরে মেয়রের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
ওই সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামমেদ প্রমুখ।
মেয়র জিয়াউল হক বলেন, বড় দলে ব্যক্তিগত বিরোধ, নেতৃত্ব ও মনোনয়নের প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু জাতীয় নির্বাচনে কোনো বিরোধ নেই। কারণ আমাদের সবার লক্ষ্য উন্নয়ন ও মানবতার নেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর আসনে বসানো। আর তা সম্ভব হবে কেবল নৌকার প্রার্থী জয়লাভ করলে। সেই লক্ষ্যে তিনি এবং তাঁর নেতা-কর্মীরা নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং এ আসনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, চিফ হুইপ মহোদয় ও নৌকার জয় সুনিশ্চিত।’
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষের নেতৃত্বে আছেন সরকার দলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ. স. ম ফিরোজ। অপর পক্ষে আছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক।