বরিশাল
বিসিসি মেয়র ও নির্বাহীর বাকবিতন্ডায় নগর ভবনে উত্তেজনা
ফাইলে সাক্ষর সংক্রান্ত বিষয় নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে ব্যপক বাক বিতন্ডা হওয়ার খবর পাওয়া গেছে। একপর্যায়ে মেয়র আহসান হাবিব কামাল ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনকে সিটি কর্পোরেশন থেকে বের হয়ে যেতে বললে পুনরায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কর্পোরেশনের মেয়রের কক্ষেই এই ঘটনা ঘটে। কর্পোরেশন সূত্রে জানা গেছে, আগামী ২ অক্টোবর ২১টি এজেন্ডার বিষয়ে মিটিং এর দিন ধার্য্য করা হয়।
কিন্তু ওই এজেন্ডায় সাক্ষর না করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মেয়র আহসান হাবিব কামাল। এছাড়াও মেয়র আহসান হাবিব কামালের সাথে ফাইলে স্বাক্ষর সংক্রান্ত বিষয় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের দ্বন্দ ছিল। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মেয়র কামাল প্রধান নির্বাহী কর্মকর্তাকে তার রুমে ডেকে পাঠায়। এরপর এজেন্ডায় সাক্ষর না করা নিয়ে মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার মধ্যে ব্যাপক কথা কাটাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে মেয়র কামাল প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনকে স্ট্যান্ড রিলিজ করার হুমকি দিয়ে কর্পোরেশন থেকে বের হয়ে যেতে বলে বলে জানা গেছে। পরবর্তীতে বিকাল ৩টার পরে মেয়র কামাল কর্পোরেশনের নিচ তলায় নামার সময় সিড়িতে পুনরায় মুখোমুখি হয় প্রধান নির্বাহী কর্মকর্তার। এসময় মেয়র আহসান হাবিব কামাল প্রধান নির্বাহী কর্মকর্তার সিটি কর্পোরেশনে কোনো কাজ নেই বলে জানিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে।
এই বিষয়ে জানতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
তবে কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইসরাইল হোসেন জানান, আইনের বাইরে গিয়ে আমি কাজ করতে পারিনা। সিটি কর্পোরেশনের ৬ একর জমি লিজ দেওয়ার চেষ্টা চলছে। সেটা নিয়েই কথা বলেছেন মেয়র। এছাড়া আমি সরকারি কর্মকর্তা। এর থেকে বেশী আমি আর বলতে পারবো না।