বিনোদন
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের চরিত্রে শাকিব খান
দেশীয় চলচ্চিত্রে নিজের অভিনয় ক্যারিয়ারে নানান ধাঁচের চরিত্রে অভিনয় করে নিজেকে সুপারস্টারে পরিণত করেছেন শাকিব খান। অ্যাকশন, রোম্যান্টিক, কমেডি সহ জীবনমুখী নানান চরিত্রে সাবলীল ও মানানসই অভিনয় প্রতিভার কল্যাণেই তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রতারকা।
শাকিব খান এবার আরও একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। চরিত্রটি বাংলাদেশীদের আবেগের সঙ্গে জড়িত। আমাদের মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন তিনি।
ছবির নাম “বীরশ্রেষ্ঠ সাতজন”। এটির ইংলিশ টাইটেল “সেভেন হিরোজ অব দ্য নেশন”। এটি পরিচালনা করবেন বাংলাদেশের বাণিজ্যিক ছবির সফল পরিচালক এফ আই মানিক।
পরিচালক মানিক জানান, বীরশ্রেষ্ঠ সাতজন ছবির কাহিনী লাইন আপ তৈরি করেছিলেন প্রয়াত কবি সৈয়দ শামসুল হক। এখন ছবিটির চুড়ান্ত কাহিনী ও সংলাপ লিখছেন নয়ন নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এফ আই মানিক বলেন, নয়ন অসম্ভব সুন্দর স্ক্রিপ্ট করছে। সাত বীরশ্রেষ্ঠের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে সে স্ক্রিপ্ট তৈরি করছে। আমি তার কাজে সন্তুষ্ট। আমার বিশ্বাস দেশের মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নির্ভর এই ছবিটি সেলুলয়েডে জীবন্ত হয়ে উঠবে।
এফ আই মানিক আরও জানান, ছবিতে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের ভূমিকায় শাকিব খান সহ সাতজন নায়ক অভিনয় করবেন। তবে শাকিবের বিপরীতে কে নায়িকা হবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি।