বরিশাল
ভাইস চেয়ারম্যানের বিচারের দাবীতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন
বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (৪ই এপ্রিল) সকাল ১১টায় সদররোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষক সমিতির জেলা কমিটি।
মানববন্ধনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও তার ভাই কর্তৃক সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমানকে মারধরের বিচারের দাবী করা হয়। শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি দাশ গুপ্ত আশিষ কুমার, তোফায়েল আহম্মেদ, যুগ্ম সম্পাদক আ.ফ তোফাজ্জেল হোসেন, রফিকুল ইসলাম, আঃ মালেক, সুনীলবরণ হালদার, এনায়েত হোসেন, আঃ ছালাম, শফিকুর রহমান ও ফরিদ উদ্দিন।