পিরোজপুর
ভাণ্ডরিয়ায় ‘দুঃস্থ কল্যাণ সংস্থা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ভাণ্ডরিয়ায় বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা নদমুলা আবাসন, ভিটাবাড়িয়া আবাসন, সেনেরহাট, উপজেলা বলেশ্বর নদের শাখা কচাঁ তীরবর্তী তেলিখালি এলাকায় পৃথকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কমিরন পান্না, মো. সামশুদ্দিন হাওলাদার , ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল, এ জেড খোকন ও মো. কবির হোসেন প্রমুখ।