পিরোজপুর
ভাণ্ডারিয়ায় জেপি ও আ’লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত
ভাণ্ডারিয়ায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়পার্টি জেপি এবং আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন শাহ বাবুল, জেপির যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার,জাতীয় যুবসংহতি(জেপি)র উপজেলা আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক,সদস্য সচিব মো. মনির সরদার, যুবলীগ নেতা মো. খোকন হাওলাদার, ছাত্রসমাজের সাবেক উপজেলা সভাপতি মো. মোস্তফা সিকদার প্রমূখ।
সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাজনে মহাজোট ও শরীক দল জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র বাই সাইকেল মার্কায় সকলে ঐক্য মতের ভিত্তিতে কাজ করার আহবান জানান।