পিরোজপুর
ভান্ডারিয়ায় রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ভান্ডরিয়ায় আজ বুধবার সকালে মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভান্ডরিয়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে “রাষ্ট্র তুমি কার, ধর্ষক না ধর্ষিতার” এ শ্লোগান সম্বলিক প্লেকার্ড হাতে প্রায় ঘণ্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময়ে ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি শাহানা আক্তার মুন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইরিন জাহান, জিনাত আরা, পিংকি দাস, মাইশা আক্তার ,সাবেক ছাত্র নেতা মো. জাহিদুল আলীম সেলিম প্রমূখ। এসময় বক্তারা সরকারের কাছে দ্রুত ধর্ষক সিরাজের ফাঁসির দাবি জানান। সংগঠনটি এ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে এ প্রতিবাদের শুরু করে।