পিরোজপুর
ভান্ডারিয়ায় উন্নয়ন মেলার প্রস্তুতি
ভান্ডারিয়ায় আজ (২৫ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভা কক্ষে আগামী ৩০শে অক্টোবর সরকারের উন্নয়ন বিষয়ক কর্মকান্ড তুলে ধরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা ” উদ্যাপনে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ওসি মো. শাহাবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি চেয়ারম্যান হুমায়উন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনিন প্রমূখ।
পরে ওইদিন এ উৎসব পালনে স্টল,র্যলি,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ইউএনও কে আহবায়ক করে কমিটি ও উপকমিটি গঠন করা হয়।