পিরোজপুর
ভান্ডারিয়ায় জাতীয় ছাত্রসমাজ জেপির র্যালি ও পথসভা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে জাতীয় ছাত্রসমাজ জেপির উদ্যোগে এক র্যলি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু করে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে এক পথ সভায় মিলিত হয়।
সভায় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সদস্য সচিব মো. সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, যুগ্ন আহবায়ক শিশির দত্ত, মো. মাসুম মল্লিক, মো. মনির হোসেন, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে মো. সুজন তালুকদার, মো. হাসান খান, মতিউর রহমান বুলবুল,মো. রুবেল খান, মজিবুর রহমান হাওলাদার,কাজী সজিব, মো. শহিদুল ইসলাম ,রুবেল হাওলাদার,শুভ হাওলাদার, রফিক হাওলাদার প্রমূখ।
সভায় বক্তারা আগামী একাদশ সংসদ নির্বাচনে জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং বর্তমান শেখ হাসিনা সরকারের পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, গ্রাম পাড়া, মহল্লা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সকল নেতা কর্মীকে মিলেমিশে কাজ করার আহবান জানান।
এছাড়াও নির্বাচনের দিন যাতে ভোটারগণ নির্ভিঘ্নে ভোট কেন্দ্রে যাতায়াত করতে পারে সেজন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে।