পিরোজপুর
ভান্ডারিয়ায় দেবী বিসর্জন : মদন মোহন জিউ মন্দিরের শত বর্ষ পূর্তি
ভান্ডারিয়ায় আসছে বছর আবার হবে এই শান্তনা নিয়ে অশ্রুশিক্ত নয়নে অসুর দমনকারি দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে আজ (১৯ অক্টোবর) শুক্রবার শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের ৬দিনব্যপী বছরের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।
৬দিনব্যপী এই অনুষ্ঠানের বুধবার মহা অষ্টমী (বড়) পূজার দিনে সকাল ১০টায় ব্রাক্ষ্মনের মন্ত্র পাঠের মাধ্যমে পূজার মূল আয়োজন শুরু হয়েছিল।
উপজেলার ৪১টি মন্দিরের মধ্যে ভান্ডারিয়া সদরের ঐতিহ্যবাহী মদন মোহন জিউ মন্দিরের শত বর্ষ পূর্তি উপলক্ষে প্রতি বছরের চেয়ে এবছর ছিল নান্দনিক ভিন্ন আয়োজন।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার দাস জানান, এবছর বাহু বলি টু ছবির একটি চরিত্রে রাজ বাড়ির যে গেটটি দেখানো হয়েছে সেই আদলে গোপালগঞ্জের ৮জন কারু শিল্পী ১৫দিন দিবা-রাত্র নিরলস পরিশ্রম ২০০পিস শোলা দিয়ে এ মন্দিরের প্রবেশ দ্বারে একটি নান্দনিক গেট নির্মান করেছে।
অন্যদিকে বারেকগঞ্জের আকাশ লাইটিংয়ের দ্বারা পৌর শহরের কালী বাড়ি রোড,কলেজ রোড,পপুলার রোড,কর্মকার পট্রির রোড, স্থানীয় রিজার্ভ পুকুর ও একটি মোবাইল কোম্পানির সুউচ্চ টাওয়ার সহ কয়েক কিলোমিটার অত্যাধুনিক আলোক সজ্জায় সজ্জিত করা হয়। এছাড়া পূজায় ছিল, কিশোরদের গীতা পাঠ পতিযোগিতা, পুরুষদের আরতি প্রতিযোগিতা এবং নারীদের শঙ্খধ্বনী,উলুধ্বনী প্রতিযোগিতা এবং সিদূঁরখেলা ও নারীদের আরতি প্রতিযোগিতা। ছিল ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদয্পান কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু জানান, পূজা শুরুর পর এ আসনের এমপি (১২৮-পিরোজপুর -০২,ভা-ারিয়-কাউখালী-ইন্দুরকারি) ‘আমাদের অভিভাবক’ বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সাথে সেলফোনে সার্বিক যোগাযোগ রাখা রয়েছে।
উপজেলার সকল পূজা মন্দিরের আয়োজকরা কৃতজ্ঞতা জানান, মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাবেক এমপি তাসমিমা হোসেনের প্রতি।
কমিটির আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার জানান, এই মন্দিরটিসহ উপজেলার ৪১টি মন্দিরে বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন পরিদর্শন করেন। আইন শৃঙ্খলা বাহিনীর চার স্তুরের নিরাপত্তা থাকায় কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা পুলিশের এসপি মো. সালাম কবির, ভা-ারিয়ার ইউএনও শাহীন আক্তার সুমী, স্থনীয় প্রশাসন ও র্যাব -৮ বরিশাল-এর ডিএডি আমজাদ হোসেন এ মন্দির পরিদর্শন করেন।
উল্ল্যেখ, এই মন্দিরটি ১৯১৮সালে প্রতিষ্ঠিত হয়েছে।