পিরোজপুর
ভান্ডারিয়া থেকে চুরি যাওয়া গরু শরণখোলায় উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া (বোথলা) গ্রাম থেকে চুরি যাওয়া দশটি গরু বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির হাওলাদার জানান গত ১৬ অক্টোবর মঙ্গলবার রাতে চর বোথলা ও বোথলা গ্রামের কৃষক মোঃ সুলতান মোল্লা চারটি , কাশেদ সিকদারের তিনটি ও মোশারেফের তিনটি মোট দশটি গরু চুরি হয়।
এর পর চুরি যাওয়া গরুগুলো দুলাল দফাদারের নেতৃত্বে বৃহস্পতিবার শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। চেয়ারম্যান হুমায়ুন কবির ও দফাদার (গ্রাম পুলিশ) দুলাল জানান নলবুনিয়া গ্রামের আকাবুল বোথলা এলাকার একটি চক্রের সহযোগিতায় চুরি করে। তবে আকাবুলকে আটক করা সম্ভব হয়নি।