বিনোদন
ভারতের কালো তালিকায় ফেরদৌস, ভিসা বাতিল
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের ভিসা বাতিল করে দিল ভারত। শুধু তাই নয়, ভারতের কালো তালিকাভুক্ত ব্যক্তিদের তালিকাতেও উঠে এল তার নাম। ফেরদৌসকে দেশে ফেরারও নির্দেশ দিয়েছে ভারত। খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ফেরদৌস আহমেদের ভিসা–সংক্রান্ত আচরণ লঙ্ঘনের প্রতিবেদন পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করেছে। এ ছাড়া তাঁকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’
ভারতে লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ভারতে যান চিত্রনায়ক ফেরদৌস। বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচারণাও চালান তিনি। জানা যায়, ভারতের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালালের হয়ে ভোট চেয়েছেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক।
তৃণমূল প্রার্থী কানাইয়ালালের নির্বাচনী এজেন্ট মুসাররফ হুসেন জানান, ‘ফেরদৌস বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা। আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোড শোতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম এবং তিনিও আমাদের ডাকে সাড়া দিয়ে রাজি হয়ে এসেছেন। এতে আমরা আনন্দিত।’
এদিকে ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নেওয়া নিয়ে ভারতে শুরু হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুধু পশ্চিম বঙ্গে নয়, অভিযোগ গিয়ে পৌঁছেছে দিল্লিতেও।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি নাগরিক ফেরদৌস কীভাবে ভারতে লোকসভা ভোটের প্রচারে অংশ নিলেন, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের নায়ক ফেরদৌসের তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া প্রসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি দীলিপ ঘোষ বলেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে রোড শো করাচ্ছে তা আমাদের বোধগম্য নয়? এমন ঘটনা দুঃখজনক। এরপরে হয়তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিয়ে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ডাকতে পারেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’
এদিকে বিতর্কের মুখে ফেরদৌসকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশি হাই কমিশন।
উল্লেখ্য, গত ১৪ ও ১৫ এপ্রিল তাকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে। ভোট প্রার্থনাসহ খোলা জিপে রোড শো’তে রাজ্যের তিনটি শহরে অংশ নিয়েছেন তিনি। এ সময় তার পাশে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ হাজরা, পায়েল সরকারসহ বেশ কিছু তারকাকে দেখা গেছে। প্রচারণার সময় বাংলাদেশের নায়ক ফেরদৌসকে দেখতে রাস্তার দুপাশে ছিল উৎসাহী মানুষের ভিড়।