আর্ন্তজাতিক
ভারত ও পাকিস্তানে যুদ্ধের আশঙ্কা কাটেনি : ইমরান খান
ভারত ফের হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা প্রকাশ করেন। এমনকি ভারতের লোকসভা নির্বাচনের আগে কিছু একটা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ইমরান খান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা এখনও কাটেনি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন ভোটের আগে আরও একটি “ভুল অভিযান” চালাতে পারে। বিপদ এখনও কাটেনি। ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে। তবে ভারতের দিক থেকে কোনো রকম আক্রমণ হলে আমরা পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত আছি।’
তিনি আরও বলেন, পুলওয়ামায় হামলার ১২ দিনের মাথায় গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। যদিও এতে কোনো মানুষ হতাহত হয়নি। কিন্তু ভারতের পক্ষ থেকে এ হামলায় অন্তত তিন শতাধিক নিহতের দাবি করা হয়েছিল। ক্ষমতাসীন দল এগুলো সবই করেছিল লোকসভা নির্বাচনে ফায়দা লাভের জন্য। তাই আসন্ন নির্বাচনের আগে তারা আরও হামলা চালাতে পারে। হুমকি এখনও কেটে যায়নি। ভারতের নির্বাচনের আগপর্যন্ত পরিস্থিতি উত্তেজনার মধ্যে থাকবে।
এ সময় ইমরান জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। ইমরান বলেন, ১৯ বছর বয়সী তরুণ যিনি পুলওয়ামা হামলায় আত্মঘাতী হয়েছিলেন, তিনি আসলে একজন ভারতীয় ছিলেন। তার পরিবারও দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যের দ্বারা তাকে হামলার জন্য প্ররোচনা করা হয়। তাই বোঝা যাচ্ছে, একজন ভারতীয় তরুণ, ভারতীয় অপারেশন, ভারতীয় গাড়ি, ভারতীয় বিস্ফোরক। তাহলে পাকিস্তানিদের কেন দোষারোপ করা হচ্ছে? তাই পুলওয়ামার মতো সন্ত্রাসী কার্যকলাপের জন্য দায়ী করা হলে আমাদের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না’
গত ১৪ ফেব্রুয়ারি মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হন সিআরপিএফের ৪০ জন জাওয়ান। সেই হামলার পরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন করে খারাপ হতে শুরু করে ভারতের। এ হামলার প্রতিশোধ নিতে গত ২৬ ফেব্রুয়ারি আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এ সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন অভিনন্দন। পরে আন্তর্জাতিক চাপের মুখে অভিনন্দনকে মুক্তির ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার ঘোষণার পর দিনই দেশে ফেরে অভিনন্দন।
সূত্র: ডিএম/আমা