ভোলা
ভোটে না এলে বিএনপি ভাসানীর ন্যাপের মতো অস্তিত্বহীন হবে: তোফায়েল
ভোটে না এলে বিএনপি ভাসানীর ন্যাপের মতো অস্তিত্বহীন হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে ভোলা সদরে আওয়ামী লীগের এক জনসভায় তিনি মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘চার মাস পর নির্বাচন। বিএনপির নির্বাচনে না আসার কোনো কারণ নেই। যদি না আসে তাহলে বিএনপি নামক দলটি ভাসানীর ন্যাপের মতো অস্তিত্বহীন হবে। ন্যাপ সত্তরে নির্বাচন না করে আজ যেমন অস্তিত্বহীন হয়েছে, বিএনপি নির্বাচন না করলে, বিএনপি নামক দলটির অস্তিত্ব থাকবে না। সেটা হবে আত্মহত্যার শামিল।’
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ওই জনসভার আয়োজন করে। জনসভার উপলক্ষ ছিল জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় শোক দিবস। ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির প্রমুখ।
জনসভায় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মানবিক গুণাবলির জন্য তিনি বিশ্বের কাছে প্রশংসিত। আমরা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। গ্রামগুলোকে শহরে রূপান্তর করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। ভোলার ভাঙন রোধ করছি। ভোলা-বরিশাল সেতু করছি। ভোলাকে বানানো হবে সিঙ্গাপুর।’
তোফায়েল আহমেদ ধনিয়া-শিবপুর ইউনিয়নের নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, ‘ধনিয়া-শিবপুর এলাকার ভাঙনের মুখে ব্লকবাঁধ দেওয়ার জন্য ৫৯০ কোটি টাকা এবং রাজাপুরের জন্য ৩৩৪ কোটি টাকার দুটি প্রকল্প পাস হতে চলছে। এটি বাস্তবায়ন হলে ভোলা নদীভাঙনের হাত থেকে চিরতরে রক্ষা পাবে।’