ভোলা
ভোলায় তোফায়েলের পক্ষ নিল হাজারও তরুণ
ভোলায় শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠের ভাসানী মঞ্চে রোববার বিকালে এক ব্যতিক্রমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে এবার প্রথম ভোটার হওয়া হাজারও তরুণ। হাতে ছিল লাল-সবুজের পতাকা। তারা পতাকা নাড়িয়ে স্বাধীনতা, নৌকা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দেয়। জীবনে প্রথম ভোট দেয়ার ক্ষণটিকে তারা স্মরণীয় করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করতে চায়।
এদের আস্থার প্রতি সম্মান জানাতে ওই সমাবেশে ছুটে আসেন ভোলা-১ আসনের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তরুণ
প্রজন্মের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় গেলে তোমাদের চাকরি হবে। শিক্ষিত তরুণরা ব্যবসা করতে চাইলে তার সুবিধাও দেয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। আর বিএনপি ঐক্যজোট ক্ষমতায় গেলে তরুণদের ভবিষ্যৎ ধ্বংস হবে। ওরা ক্ষমতায় গেলে আবার ২০০১ সালে ফিরে যাবে দেশ। সম্ভ্রম হারাবেন নারীরা। বাড়িঘর লুট হবে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে। আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সময় আরও বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের এক সময়ের ভিপি জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ড সেরা ফলাফল অর্জনকারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম, তরুণ প্রজন্মের মধ্যে জান্নাতুল নেছা অয়ষী, রতন চন্দ্র দে, আমিনুল ইসলাম ইভান, হিমেল মাহামুদ, শরীফ কুতুব, মোমেনুল ইসলাম।
বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না : ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে গণসংযোগ শেষে দুপুরে পূর্ব শিবপুর রোকেয়া প্রাথমিক স্কুল মাঠে এক নির্বাচনী সভায় তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, বিএনপির পরাজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবার আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে। ওই পথসভাটি শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়। এ সময় বাণিজ্যমন্ত্রী ড. কামাল হোসেনের তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি কামাল হোসেনকে ভাড়া করেছে। ড. কামাল একজন ভাড়াটে নেতা। বাণিজ্যমন্ত্রী হাজারও ভোটারের উদ্দেশে বলেন, বিএনপিকে ভোট দিলে দেশ হবে সন্ত্রাসীদের আশ্রয়স্থল। নির্যাতিত হবে দেশের মানুষ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মো. মনিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।
২০২১ সালে দেশে রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়াবে : সকালে সাউথ এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ৭৩তম শাখার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ওই সময় তিনি বলেন, ২০২১ সালে আমাদের রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাউথ এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।