ভোলা
ভোলা-২ আসন: শক্ত অবস্থানে যে দলের প্রার্থী
রাজনৈতিক দিক থেকে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ আসন ভোলা-২। নির্বাচন এলেই সবার নজর, আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সংসদীয় এ আসনকে ঘিরে। অনেকের মতে এ আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় হেভিওয়েট নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ভোটযুদ্ধে লড়বেন ৩ প্রার্থী। এই আসনে বিভিন্ন দলের ৩ জন প্রার্থী পেয়েছেন স্ব-স্ব দলীয় প্রতীকের চিঠি।
সোমবার (১০ ডিসেম্বর) ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: মাসুদ আলম ছিদ্দিক এই প্রতীক ঘোষণা, প্রার্থী বা প্রার্থীর পক্ষের নেতা-কর্মীদের হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।
ভোলা-২ আসনে দলীয় প্রতীক পাওয়া ৩ প্রার্থী হলেন- আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল (নৌকা), বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম (ধানের শীষ), ইসলামি আন্দোলন প্রার্থী মো: ওবায়েদুর রহমান (হাত পাখা)।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এবারের নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলই অংশ নিয়েছে। এছাড়া দুই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে। এরমধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে নিজস্ব এবং স্বতন্ত্র প্রার্থীদের অবশিষ্ট প্রতীকগুলো থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ইসি সূত্র বলছে, এবার ১৯ দিন প্রচার কাজ চালানোর জন্য সময় পাচ্ছেন প্রার্থী-সমর্থকরা। কেননা, প্রচার কাজ বন্ধ করতে হবে ২৮ ডিসেম্বর মধ্য রাত ১২টায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে ভোটের মাঠে ১৮৪১ প্রার্থী রয়েছে নির্বাচনী মাঠে।